পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীর লোন্দা সড়কে মালবাহী টমটম উল্টে নিচে চাপা পড়ে বিধান নামে এক আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছে। আহত হয়েছে টমটমের পিছনে থাকা হাফিজুল নামে এক আরোহী।
তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুর ১২ টার দিকে লোন্দা বাজার থেকে ধানখালী কলেজ বাজারগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরই স্থানীয় লোকজন তাদের উদ্ধার করলেও টমটমের নিচে চাপা পড়ে বিধানের মাথা থেতলে গেলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে সে মারা যায়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় একটি মামলা হয়েছে । মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।