বরিশালের কাউনিয়ায় ট্রাকের নীচে চাপা পরে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
রাতের অন্ধকারে জলাশয় ভরাট করতে গিয়ে ট্রাকের নীচে চাপা পরে ইউনুস ও হাবিব নামে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে অভিযোগ এলাকাবাসীর।
ঘটনাটি শুক্রবার ২৯ সেপ্টেম্বর গভীর রাতে বরিশাল সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ডের পশ্চিম কাউনিয়া এলাকার মামুন চৌধুরীর কন্ট্রাকটর বাড়িতে এই মর্মান্তিকে মৃত্যুর ঘটনা ঘটেছে।
ঘটনার পরে ট্রাক ড্রাইভার পালিয়ে যায়। কাউনিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় রাতেই লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।