কলাপাড়ায় এসএসসি ব্যাচ ২০০৪ দূরন্ত দূর্বার’র ২০২৩ সালের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) সংগঠনের বন্ধুদের আয়োজনে কুয়াকাটা সংলগ্ন গঙ্গামতি সমুদ্র সৈকতে এ বনভোজন অনুষ্ঠিত হয়। সেখানে সকাল থেকে শুরু করে দিনব্যাপী খেলাধুলা,সমুদ্র স্নান,খাওয়াদাওয়া,লটারী ড্র সহ নান আয়োজনে দিনটি উদযাপন করে ২০০৪ এর বন্ধুরা।
এ উপলক্ষে শুক্রবার খুবভোরে কলাপাড়া পৌরশহর থেকে বাইক যোগো গঙ্গামতি সৈকতে পৌছায় সংগঠনের এর ৫৬ জন সদস্য। এরপর শুরু হয় বনভোজনের মুল আনুষ্ঠানিকতা। প্রথমে বন্ধুদের অংশগ্রহনে সৈকতে ব্রাজীল বনাম আর্জেন্টিনা প্রিতি ম্যাচ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ব্রাজিল আর্জেন্টিনাকে ১-০ গোলে পরাজিত করে। খেলা শেষে সসমুদ্রস্নানে নামেন অনেকে। সেখানে তারা সমুদ্র স্নানের পাশাপাশি বনভোজন নিয়ে নানা উম্মাদনা ব্যাক্ত করেন।
অপর দিকে ওই খানে রান্নার কাজ করছিলেন নিয়োজিত বাবুর্চি। রান্না শেষে দপুরে মধ্যাহ্নভোজে মিলিত হয় সকলে।খাওয়াদাওয়া শেষে সৈকতের ঝাউতলায় এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন এসএসসি ২০০৪ বন্ধু মনির হোসেন,নয়নাভিরাম গাইন নয়ন সহ প্রমুখ ব্যাক্তি। এতে বক্তারা বলেন,দূরন্ত দূর্বার একটি অরাজনৈতিক মানবিক সংগঠন। এটি ২০০৪ সালে এসএসসি পাশকরা বন্ধুদের দ্বারা গঠিত। এ সংগঠন অসহায় অবহেলিত মানুষের পাশে দাড়ানো সহ দেশের নানা দূর্যোগের সময় ক্ষতিগ্রস্থ মানুষের সহায়তায় এগিয়ে আসবে বলে বক্তারা জানান। এছাড়াও সংগঠনের সদস্যদের যে কোন সমস্যায় সকল সদস্য একযোগে এগিয়ে আসার প্রত্যয়ব্যাক্ত করেন। মতবিনিময় সভা শেষে রেফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে মোট ২০ টি পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে প্রথম ও পুরস্কার বাপ্পি,২য় পুরস্কার নয়নাভিরাম গাইন নয়ন,৩য় পুরস্কার আহসান হাবিব সহ আরও ১৭ জন বন্ধু এই পুরস্কার লাভ করেন। সর্বশেষ কলাপাড়া রুমানড্রাগ এন্ড ডিস্ট্রিবিউসন হাউজের পক্ষথেকে বন ভোজনে উপস্থিত সকল সদস্যদের শুভেচ্ছা পুরস্কার প্রদান করাহয়।