1. info@www.dailyrupantor.com : news :
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ১২:৩৬ পূর্বাহ্ন

চ্যানেল আই সেরাকন্ঠের ফাইনালিস্ট জিরোফোরিয়ান পিজু

কালাম সরদার, শরীয়তপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৬৭০ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের রাউজানের জানালী চৌধুরী বাড়ীর একটি সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন রকস্টার মোসলেহ্ চৌধুরী পিজু। যার পরিবারে সংগীতের ইতিহাস টা প্রায় অনেক পুরানো, যা কিনা বংশ পরম্পরায় বিস্তার লাভ করে আসছে। তাছাড়া তার বড় জেঠা “বখতিয়ার উদ্দিন ” একজন নজরুল সংগীত শিল্পী। তার মেঝ জেঠা “বেদার উদ্দিন ও পিতা ” জসিম উদ্দিন” অভিনয় শিল্পী।

 

তাদের রাউজানস্ত জমিদার বাড়ীর কাচারীতেই একসময় জারি-সারী গানের আসর বসতো যা আস্তে আস্তে প্রাশ্চ্যাত্যের দিকে মোড় নেয় চাচা “ইমতিয়াজ উদ্দিন বাচ্চুর ” হাত ধরে। যাকে দেখে তার নিজের ছোট দুই ভাই “সাচ্চু এবং সোহেল” সহ বৃহত্তর ডি,সি,রোডস্ত যুবকেরা ও পিছিয়ে ছিলেন না। আড়াল থেকে লুকিয়ে চাচা বাচ্চুর গীটার বাজানো দেখে “সাচ্চু ও সোহেল” ও গীটার বাজানোটা রপ্ত করে নিলেন। যার প্রেক্ষিতে সাচ্চু বাজিয়েছিলেন LRB এর মতো লিজেন্ডারি ব্যান্ডে এবং প্রায় ২৫০০ এর মতো গীটারিস্ট তৈরী করেছেন চট্টগ্রাম সহ পুরা বাংলাদেশে।

 

সাচ্চু কে বাংলাদেশের ব্যান্ড মিউজিকের একজন অন্যতম পথিকৃৎ হিসেবে বিবেচনা করা হয় এবং চাচা সোহেল ও বাজিয়েছেন বাংলাদেশের ব্যান্ড মিউজিকের ইতিহাস-ঐতিহ্যের ধারক বাহক ব্যান্ড SOULS এ এবং কাজ করেছেন দেশের সনামধন্য অনেক অনেক সংগীত পরিচালকের সাথে। ইন্ডাস্ট্রিতে চাচা ইফতি সোহেলের হাজার হাজার গান বাজানো। সেই ধারায় পিজু নিজের লেখা ও সুর করা বেশ ভালো কিছু গান দিয়ে পরিচিত হয়েছেন তার ২০ বছরের সংগীত জীবনে।

 

 

মোসলেহ্ চৌধুরী পিজু বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় রিয়ালেটি শো “ঐক্য ডটকম চ্যানেল আই সেরাকন্ঠ ২০২৩” এর একজন ফাইনালিস্ট হিসেবে লড়ছেন চ্যাম্পিয়ান যাওয়ার লক্ষ্যে। আগামী বৃহস্পতিবার ৭.৫০ মিনিটে ফাইনাল রাউন্ডটি চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত। তাই চ্যাম্পিয়ান যাওয়ার লক্ষ্যে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত ভোটের মাধ্যমে জয়যুক্ত করতে হবে ৷ ভোট করার জন্য আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন OCSK PIJU পাঠাতে হবে 26969 নম্বরে।

 

চট্টগ্রামের একটি সম্ভ্রান্ত সংগীত পরিবারের ছেলে চট্টগ্রাম সহ পৃথিবী জয় করতে সচেষ্ট, যেটা কিনা চট্টগ্রাম তথা পুরা বাংলাদেশের জন্য অনেক বড় একটি গর্বের বিষয়। তাছাড়াও তার ব্যান্ড ট্রাফিক সিগন্যাল ও বেশ সাড়া জাগানো একটা দল। যে চট্টগ্রাম থেকে লাকী আকন্দ, হ্যাপী আকন্দ, নকীব খাঁন, আইয়ুব বাচ্চু, কুমার বিশ্বজিৎ, পার্থ বড়ুয়া সহ আরো অনেক লিজেন্ডদের পেয়েছে। আমরা চট্টগ্রামবাসী ও “পিজুর” উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং আমরা আশা করি “পিজু” তার সুরের জাদুতে একদিন পথিকৃৎদের মতো বাংলাদেশের সংগীতের মর্যাদাকে সমুন্নত রাখবেন পৃথিবী জুড়ে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং