শেরপুরে অবৈধ দখলদার ইসরাইলদের অগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী বিপ্লবী জনতার পক্ষে শেরপুর জেলা ইত্তেফাকুল উলামার উদ্যোগে অসংখ্য মুসলিম জনতার উপস্থিতিতে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে।
১৭ অক্টোবর মঙ্গলবার দুপুরে শহীদ দারুগ আলী পৌর পার্কে জেলার বিভিন্ন এলাকা হতে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল এসে একত্রিত হয় এবং সেখান থেকে মুফতি,মাওলানা,মাদ্রাসার ছাত্র,শিক্ষক ও অসংখ্য তৌহিদী মুসলিম জনতার এক বিশাল বিক্ষোভ মিছিল শহরের থানারমোড়, চকবাজার শহীদমিনার, তেরাবাজার মোড় হয়ে শহরের কেন্দ্রস্থল নিউমার্কেটে মোড়ে এসে উপস্থিত হয়। নিউমার্কেটে এসে অবৈধ দখলদার ইসরাইলদের বিরুদ্ধে সংক্ষিপ্ত হুঁশিয়ারি বক্তব্য অনুষ্ঠিত হয়। উক্ত সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বক্তব্য প্রদান করেন ইত্তেফাকুল উলামার শেরপুর জেলার সভাপতি মাওলানা মোঃ আজিজুল হক, উক্ত বিক্ষোভ মিছিলের আহ্বায়ক জেলা ইত্তেফাকুল উলামার সাধারণ সম্পাদক মুফতি রফিকুল ইসলাম কাসেমী,হুঁশিয়ারি বক্তব্য প্রদান করেন শেরপুরের ঐতিহ্যবাহী জামিয়া সিদ্দিকিয়া তেরা বাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা সিদ্দিকী হুজুর। বক্তারা তাদের বক্তব্যে বলেন পূর্বে ফিলিস্তিনের মুসলমানদের কাছে আশ্রয়ের প্রার্থনাকারী বর্তমানে সেই মুসলমানদের ফিলিস্তিনি নগরী দখলকারী বর্বর ইয়াহুদি জাতির বিরুদ্ধে হুঁশিয়ারি বক্তব্য প্রদান করেন,বলেন মুসলমান বীরের জাতি, পূর্বে যে জালেম গোষ্ঠী মুসলমানদের নির্যাতন নিপীড়ন অত্যাচার করেছে তারা কেউ রেহাই পায় নাই, অতএব অবৈধ দখলদার ইসরাইলদের পরিণতি ও করুণ হবে ইনশাআল্লাহ,উক্ত সমাবেশে বিশ্বের মুসলমানদের একত্রিত হয়ে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে আল্লাহ তায়ালার কাছে মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ সমাবেশের সমাপ্তি হয়।