1. info@www.dailyrupantor.com : news :
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০১:৩৮ পূর্বাহ্ন

ঢাকায় তিন বাসে আগুন, আগুনে পুড়ে মারা গেছে একজন হেলপার

ডেস্ক রিপোর্টঃ
  • প্রকাশিত: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৩৭ বার পড়া হয়েছে

আজ সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি-জামায়াত। এদিন সকালেই রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আর এই আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

রোববার (২৯ অক্টোবর) সকালে এ তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া শাখার প্রধান (ভারপ্রাপ্ত) শাহজাহান শিকদার।

তিনি বলেন, সকাল থেকে তিনটি জায়গায় বাসে আগুন নেভানোর কাজ করেছে ফায়ার সার্ভিস। সকাল ৯টা ৬ মিনিটে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ‘শিকড়’ পরিবহনের একটি গাড়িতে অগ্নিনির্বাপণ করে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট। সকাল ১০টা ২২ মিনিটে মোহাম্মদপুরের টাউনহল বাজারে ‘পরিস্থান’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিনির্বাপণ করে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট।

তিনি আরও বলেন, সকাল ১০টা ২৮ মিনিটে বংশালের তাঁতীবাজার মোড়ে ‘বিহঙ্গ’ পরিবহনের একটি বাসে আগুন লাগলে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ নিরাপত্তায় আগুন নির্বাপণ করে।

আগুনে পুড়ে মারা গেছে শিকড় পরিবহনের হেল্পার। পরিচয় শনাক্তে কাজ করছে ডিবি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং