দেশব্যাপী বিএনপি জামায়াতের হরতাল ও দেশবিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে বরিশাল জেলার গৌরনদী উপজেলায় শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ ও পৌর আ.লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (২৯) অক্টোবর সকাল ১১টার সময় গৌরনদীর উপজেলা আ.লীগের কার্যালয়ের সামনে ঢাকা বরিশাল মহাসড়কের বাসস্ট্যান্ডে
এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ,এম জয়নাল আবেদীন এর সভাপতিত্বে, শান্তি সমাবেশে আ.লীগের সাধারন সম্পাদক পৌর মেয়র হারিছুর রহমান হারিছ বলেন, বরিশাল জেলা আ.লীগের সভাপতি, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ (এমপির) নেতৃত্বে রাজপথে ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ, কোন অপশক্তি কোন কিছুই করতে পারবেনা। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন দেশের উন্নয়ন ও শান্তির জন্য কাজ করেন। তখনি ঈর্ষান্বিত হয়ে স্বাধীনতাবিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অপশক্তি মাথাচাড়া দিয়ে ওঠে। আজকে বিএনপি-জামায়াত হরতাল দিয়ে বিদেশিদের সঙ্গে হাত মিলিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
তিনি আরও বলেন, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দৃশ্যমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। যখন দেশের উন্নয়ন হয়, তখনি স্বাধীনতাবিরোধী অপশক্তি দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করে। আবার দেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। শেখ হাসিনাকে বিদেশি অপশক্তি দিয়ে কখনো ধ্বংস করা যাবে না। শেখ হাসিনা এ দেশের জনগণের ভোট অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে যাচ্ছেন। তিনি যে স্বপ্ন দেখেন, সে স্বপ্ন বাস্তবায়ন করেন। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন।
এসময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুজ্জামান ফরহাদ হোসেন (মুন্সী) উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান আনিস, মহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি সান্টু ভূইয়া সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।