পটুয়াখালী জেলা প্রতিনিধি, শ্রী মিশুক চন্দ্র ভুইয়া, আই বার্তা পত্রিকা জেলা প্রতিনিধি, গলাচিপা উপজেলা প্রতিনিধি,মো হৃদয় বিন আজীম, আই বার্তা ওCTG TVপরিবারের আগামী ৪নভেম্বর-২০২৩ ইং শনিবার সিটিজি ক্রাইম টিভির চেয়ারম্যান চট্টগ্রাম আসবেন এবং সাংবাদিকদের সাথে গুরুত্বপূর্ণ মতবিনিময় করবেন।
জার্নালিস্ট হেল্প সেন্টারও সাংবাদিক ঐক্য পরিষদের বৃহত্তর চট্টগ্রাম জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন কল্পে সাংবাদিক এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে যোগ দিতে সিটিজি ক্রাইম টিভি,সিটিজি নিউজ,দৈনিক আইবার্তা পত্রিকার প্রকাশকও চেয়ারম্যান জনাব আজগর আলী মানিক আগামী শনিবার চট্টগ্রাম আসবেন।এবং সাথে আসবেন মিডিয়া ব্যক্তিত্ব জার্নালিস্ট হেল্প সেন্টার কেন্দ্রীয় মহাসচিব জনাব মমনিরুজ্জমান বিদ্যুৎ।উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করবেব বৃহত্তর চট্টগ্রাম জার্নালিস্ট হেল্প সেন্টারও সাংবাদিক ঐক্য পরিষদের নব-নির্বাচিত সভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠক মিডিয়া কর্মী মোঃ হাসানুর জামান বাবু।অনুষ্ঠান পরিচালনা করবেন সাংবাদিক লাভলী আকতার।
কর্ণফুলী উপজেলা সদরে অনুষ্ঠিত শনিবারের উক্ত অনুষ্ঠানে বৃহত্তর চট্টগ্রামের আওতাভুক্ত সিটিজি নিউজ সিটিজি টিভি দৈনিক আইবার্তা পত্রিকার সকল সাংবাদিক ভাইবোনদে সকাল ১০ টার মধ্যে উপস্থিত থাকার জন্য সংগঠনের নব-নির্বাচিত সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলমও সাংবাদিক মোঃ সেলিম বিশেষ ভাবে অনুরোধ করেছেন।