বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) রেফারিজ এসোসিয়েশন এর রেফরি হিসেবে কলাপাড়ার দুই কৃতি সন্তান নির্বাচিত । বরিশাল বিভাগের মধ্যে (বাফুফে) রেফারি নির্বাচিত হলেন কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ক্রিড়া সংগঠক মো. আল- মুনজির ও বালিয়াতলী ইউনিয়নের ক্রিড়া সংগঠক এইচ,এম রুবেল।
চলতি বছরে বাফুফের অধীনে প্রশিক্ষণ গ্রহণ ও বিভিন্ন ধরণের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন তাঁরা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর রেফারিজ কমিটির প্যাডে বাফুফের সাধারণ সম্পাদক এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের নাম নিশ্চিত করেন।
এই সংবাদ পাওয়ায় কলাপাড়া উপজেলার সকল ক্রিড়া সংগঠনের নেতা, খেলোয়াড়,ক্রিড়া প্রেমিকরা নির্বাচিত তারকাদের অভিনন্দন ও ফুলেল শুভেচছা জানান। কলাপাড়ার ফুটবল খেলোয়াড় আমানুল্লাহ আমান, রায়হান মৃধা, তরিকুল ইসলাম জানান, “আমাদের কলাপাড়া ক্রিড়া অঙ্গ তাদের জন্য ধন্য আমরা তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং তাদের হাত ধরে এলাকার যুব সমাজ মাদক ছেড়ে ক্রিড়া অঙ্গনে অগ্রসর হবেন এমনটাই প্রত্যাশা করছি।”