কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজের উদ্যোগে বিএনপি-জামাতের অগ্নি সন্ত্রাস, হরতাল-অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর ১ টায় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন জিতু ও মিজানুর রহমান মুছা’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে তিন শতাধীক ছাত্রলীগ কর্মীদের সাথে নিয়ে এমবি কলেজ ক্যাম্পাস সড়কে বিএনপি – জামাত অগ্নি – সন্ত্রাস হরতাল ও নৈরাজ্যের তীব্র নিন্দা জানিয়ে মিছিল শেষ করে ছাত্র সংসদের সামনে এসে, এমবি কলেজ ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মুছা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ ছাত্রলীগ নেতা, জসিম উদ্দিন জিতু, জহিরুল ইসলাম জিন্নাহ, সাইফুল ইসলাম,
আলিফ মাহমুদ রুদ্র, মো. সুজন মিয়া, বেল্লাল ফকির, আবির প্রমুখ।
সমাবেশে বক্তারা বিএনপি-জামাতের অগ্নি-সন্ত্রাস, হরতাল-অবরোধ ও নৈরাজ্যের তীব্র নিন্দা জানান। সেই সাথে বিএনপি-জামাতের যে কোন ধরণের নৈরাজ্যের বিরুদ্ধে কলেজ ছাত্রলীগ রাজপথে থেকে তা প্রতিহত করবে।