মাদরীপুর জেলার শিবচরের উৎরাইল সোহাগ হাওলাদারের বাড়িতে বুধবার (৮ নভেম্বর)বাদ মাগরিব জেলা জাকের পার্টির আয়োজনে ইউনিয়ন ভিত্তিক কাউন্সিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় শিবচরের ১০টি ইউনিয়ন ও ১টি পৌর সভার আগামী স্থানীয় নির্বাচনে মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের কে উপস্থিত ভোটারদের মৌখিক ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয়। উক্ত সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা জাকের পার্টির সভাপতি,
আসাদুজ্জামান আকন,
ফরিদপুর জেলা সাংগঠনিক সভাপতি, সামচুল আলম সিরাজ মুন্সি,
মাদারীপুর জেলা জাকের পার্টির সহ সভাপতি,
ডা. ইকবাল হোসেন খালাসি, যুবফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক,এস এম মাসুদউদ্দিন আহম্মেদ,
জেলা জাকের পার্টির যুগ্ন সাংগঠনিক সম্পাদক,শামীম ফরাজী,
শিবচর উপজেলা জাকের পার্টির সাবেক সভাপতি,বীর মুক্তিযোদ্ধা শাহ্ নেওয়াজ(তোতা মিয়া),
সেচ্ছা সেবক ফ্রন্টের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক,
গোলাম রব্বানী,
শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক,মাসুম হাওলাদার সহ জাকের পার্টি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। নির্বাচিত প্রার্থী
শিবচর পৌরসভা – ফরহাদ বেপারী,
নিলখি ইউনিয়ন- ফারুক হোসেন বেপারি,
শিরুয়াইল ইউনিয়ন- শ্রাবণী আক্তার,
দত্তপাড়া ইউনিয়ন-ফররুক হাওলাদার
সন্ন্যাসীর চর ইউনিয়ন এমারত হোসেন
বন্দরখোলা ইউনিয়ন শাহাদাত হোসেন
দ্বিতীয় খন্ড ইউনিয়ন ইমরান হাওলাদার
বহেরা তলা উত্তর ইউনিয়ন সওকত হোসেন। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে, আগামী জাতীয় নির্বাচন সহ সকল নির্বাচনে কেন্দ্রীয় নির্দেশনা সঠিক ভাবে পালনের আহবান করেন। ধারাবাহিক ভাবে সারা জেলায় কাউন্সিল করা হবে মর্মে ঘোষণা প্রদান করেন।