পটুয়াখালীর কলাপাড়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
কলাপাড়া উপজেলা যুবলীগের উদ্যোগে শনিবার (১১নভেম্বর), সকাল ১১টার দিকে বর্ণাঢ্য র্যালী বের করেন।র্যালীটি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে শুরু করে কলাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এর পর দলীয় কার্যালয়ে দোয়া মিলাদ এর আয়োজন করেন। দোয়া মোনাজাত শেষে কেক কেটে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজারও নেতাকর্মীদের মাঝে মিষ্টি ও কেক বিতরণ করেন। কলাপাড়া উপজেলা যুবলীগের সভাপতি পদপ্রত্যাশী সৈয়দ মশিউর রহমান শিমু’র নেতৃত্বে পাঁচ শতাধিক নেতাকর্মীরা প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার জন্য আসেন, এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সফল করেন।