1. info@www.dailyrupantor.com : news :
সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ১২:০১ অপরাহ্ন

কুয়াকাটা সৈকত থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

এ এম মিজানুর রহমান বুলেট, স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশিত: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৬৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটা সৈকত থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। সোমবার সকালে সৈকতের পূর্বদিকে গঙ্গামতি এলাকায় স্থানীয়রা তীরবর্তী স্থানে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। সকালের জোয়ারে তীরবর্তী এলাকায় ডেউয়ের সাথে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত দুই-তিনদিন আগে তাকে এই এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারে বলে ধারনা পুলিশের।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, সকালবেলা স্থানীয়দের কাছে খবর শোনার সাথে সাথে একটি টিম সেখানে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষ করে ময়নতন্ত্রের জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে। যেহেতু তার পরিচয় সনাক্ত করা যায়নি তাই তার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পরিচয় পাওয়ার চেষ্টা করা হবে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং