বরিশালের বানারীপাড়ায় মঙ্গলবার ২১ নভেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে যুব উন্নয়ন বিভাগের বাস্তবায়নে “সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবক মূলক কাজে যুবদের ভূমিকা ” বিষয়ে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী সভাপতিত্ব করেন। স্বাগত বক্তৃতা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম সরদার। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা পার্থ সারথী দেউড়ি, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক এস মিজানুল ইসলাম, বানারীপাড়া থানার এস আই মোঃ মামুন অর রশিদ, বাকপুর মহিলা আওয়ামীলীগের নেত্রী নাজনীন হক মিনু প্রমূখ।
প্রশিক্ষণে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ কর্মকাণ্ড বিরোধী যুবদের ভূমিকার বিষয়ে আলোচনা করা হয়।