নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে মঙ্গলবার রাত দুইটার সময় বিএনপি’র দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, পৌরসভা ১ নং ওয়ার্ড কৌশুল্যারবাগ গ্রামের ভূঁইয়া বাড়ির জয়নাল আবেদীনের ছেলে আহমেদ নজির ওরফে মিজান (৪০),২নং নদনা ইউনিয়নের গজারিয়া গ্রামের মিয়াজন পাটোয়ারী বাড়ীর ফিরোজ খানের ছেলে ফখরুল ইসলাম ওরফে রকি (৩৫) কে তাদের নিজ বাড়ি থেকে পুলিশ বিশেষ অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করেন।
সোনাইমুড়ী থানার এসআই আবু বক্কর বলেন, বিশেষ অভিযানের মাধ্যমে এই দুই জনকে আমরা গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কোর্টে প্রেরণ করা হবে।