1. info@www.dailyrupantor.com : news :
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ১২:১২ পূর্বাহ্ন

হবিগঞ্জে মা-মেয়েকে ধর্ষণের ঘটনায় দুজনের যাবজ্জীবন

হবিগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ২৩ বার পড়া হয়েছে

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় মা-মেয়েকে গণধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। (২১ নভেম্বর) মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. জাহিদুল হক এ দণ্ডাদেশ দেন।দণ্ডপ্রাপ্তরা হলেন চুনারুঘাট উপজেলার রানীগাও ইউনিয়নের জীবধরছড়া গ্রামের শফিক মিয়ার ছেলে শাকিল আহমেদ (২২), একই গ্রামের হুসেন আলীর ছেলে সালা উদ্দিন (২৪)।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, চুনারুঘাট উপজেলার রানীগাও ইউনিয়নের গরমছড়ি গ্রামের আবদুল হকের স্ত্রী-কন্যাকে ২০২০ সালের ২ অক্টোবর আসামিরা রাত প্রায় ৮টার দিকে ঘরে প্রবেশ করে দলবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যায়।এ ঘটনার পর ভিকটিম বিউটি আক্তার বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০২২ সালের ২০ জুন আদালতে ৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। রাষ্ট্রপক্ষে ১০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামিদের অনুপস্থিতিতে আজ রায় ঘোষণা করলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং